এখানে এমন কোনো ম্যাজিক শেখানো হবে না, যা দ্বারা রাতারাতি জীবন বদলে যাবে! ধৈর্য, প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকলে তবেই Ultimate Guide প্রোগ্রামে যুক্ত হোন।
এই ধাপে আপনাকে 12 টি লাইভ ক্লাসের মাধ্যমে ইন্টারনেট জগতের প্রাথমিক বিষয়গুলো শেখানো হবে। প্রতিটি ক্লাসে Assignment দেওয়া হবে, যা আপনাকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
বেসিক ক্লাসের বিষয় বস্তুর উপর ভিত্তি করে এক/ একাধিক পরীক্ষার মাধ্যমে আপনার দক্ষতা মূল্যায়ন করা হবে। যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন, তবে আপনি প্রজেক্টের জন্য মনোনীত হবেন। এবং পরবর্তী প্রজেক্টে আপনি যুক্ত হবার সুযোগ পাবেন। যদি অকৃতকার্য হন, তবে পুনরায় বেসিক ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিটি স্টুডেন্ট ২-৩ মাস পর থেকে প্রথম ইনকামে যেতে পারবে।এবং প্রতি মাসে পূর্ণ ইনকামে যেতে পারবে সম্পূর্ণ Ultimate Guide Program শেষে/ পাশ করার পর থেকে। প্রতিষ্ঠানের নিয়ম, শর্ত এবং বিধিনিষেধ অনুসারে কাজ করলে ১- ১.৫ বছর পর থেকে প্রতিমাসে জাতীয় বেতন স্কেল/2015 অনুযায়ী প্রথম শ্রেণীর ( ১ম- ৯ম গ্রেড) বেতন কাঠামোর সম-পরিমাণ ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ।